রিফান্ড পলিসি
(Refund Policy)
প্রোডাক্ট গ্রহনের পর প্রোডাক্টের সমস্যার (যেমন: প্রোডাক্ট ভাঙ্গা, ছেঁড়া, ভুল সাইজ, প্রোডাক্ট কাজ না করা, ছবির সাথে প্রোডাক্টের মিল না থাকা ইত্যাদি) ক্ষেত্রে আপনি ক্রয়কৃত প্রোডাক্টটির সম্পূর্ণ মূল্য নিচের শর্ত সাপেক্ষে ফেরত পেতে পারেন।
ডেলিভারি গ্রহনের পর সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে আপনাকে এ মেইল করতে হবে অথবা আমাদের কাস্টমার কেয়ারের মাধ্যমে অভিযোগ করতে হবে।
রিফান্ডের ক্ষেত্রে প্রোডাক্টটির বাক্স সহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকতে হবে।
আপনাকে উক্ত প্রোডাক্টটি মহানগর ডট কম এর অফিসে অবশ্যই সর্বোচ্চ ৫ কার্যদিবসের মধ্যে নিজ দায়িত্বে ফেরত পাঠাতে হবে।
প্রোডাক্ট গ্রহন করার পর পছন্দ না হলে, প্রোডাক্ট পরিবর্তন করার ক্ষেত্রে পেমেন্ট কারার পর টাকা ফেরত যোগ্য হবে না, আপানাকে সমমূল্যের অন্য প্রোডাক্ট নিতে হবে।
Customer Support address:
Email: support@mohanogor.com
Phone: +8801700-665522
Facebook: https://www.facebook.com/mohanogor/
পণ্য ও সার্ভিস সম্পর্কিত কোনো অভিযোগের জন্য আমাদের মহানগর ডট কম কাস্টমার সাপোর্ট টীম আপনাকে ফোন করবেন। আপনার যোগাযোগে দেওয়া নম্বরটি সক্রিয় না থাকলে বিকল্প কোনো নম্বর সক্রিয় থাকতে হবে।আমরা আপনার কোনো প্রকার সহযোগিতা ১০ কার্যদিবসের মধ্যে ফোনে অথবা ইমেইলে না পেলে আপনার অভিযোগটি নিস্পত্তি বলে মনে করবো।