টাইটেল: শ্যাডোয ইন প্যারাডাইস
লেখকঃ এরিখ মারিয়া রেমার্ক
অনুবাদক :সায়েম সোলায়মান
প্রকাশনী: সেবা প্রকাশনী
ভাষাঃ বাংলা
সায়েম সোলায়মান
জন্ম ২৩ জুলাই, ১৯৭৯, ঢাকায়। পুরাে নাম সায়েম সােলায়মান রূহসীন। পাঠকরা তাঁকে চেনেন নামের শেষ অংশটা বাদ দিয়ে। ছােট থেকেই নিয়মিত লিখতেন স্কুলের দেয়ালপত্রিকায় আর বার্ষিকীতে। আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ১৯৯২ সালে, কিশাের পত্রিকায়, অনুবাদ গল্পের মাধ্যমে। ২০০৪ থেকে রহস্যপত্রিকায় নিয়মিত হওয়ার পাশাপাশি হাত দেন। পেশাজীবনে তিনি একজন ব্যাংকার। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় অনার্স এবং মৎস্যবিজ্ঞানে মাস্টার্স করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিজিডিআইটি সমাপ্ত করেন। এরপর একটি আইএসপি-তে কিছুদিন কাজ করার পর যােগ দেন ব্যাংকে। বই কেনা ও পড়ার নেশাই তাঁকে উদ্বুদ্ধ করেছে। লেখালেখির সঙ্গে জড়িত হতে। তাঁর প্রিয় ঔপন্যাসিক ফিওদর দস্তয়েভস্কি, প্রিয় উপন্যাস “বঞ্চিত-লাঞ্ছিত এবং “বাস্কারভিলের হাউন্ড”।